আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের হারদোই জেলায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অটো-রিকশার চালকও রয়েছেন।
ঘটনায় দুই শিশু সহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন শিশুকে লখনউয়ে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের স্থানীয় সান্ডিলা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
সান্ডিলার সার্কেল অফিসার সত্যেন্দ্র সিং জানান, অতিরিক্ত যাত্রী বহনের ফলে অটো-রিকশার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে অটো-রিকশাটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।
ট্রাক চালক দুর্ঘটনার পরপরই ট্রাকসহ পালিয়ে যায়। ইতিমধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং বাকি দুইজনের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক ট্রাক ও চালককে খুঁজছে।
